এদের মধ্যে ৫ জন করোনায় ও ৩ জন উপসর্গে মারা যান বলে জানান ।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ও করোনাবিষয়ক ফোকাল পারসন ডা. সুজাউদ্দৌলা রুবেল আজ শনিবার (১৪ আগস্ট) সকালে এসব তথ্য নিশ্চিত করে দৈনিক বাংলার অধিকার কে বলেন, নানা রকমের রোগে ভর করে তাই রোগীরা করোনায় সংক্রমিত হওয়ায় শরীরে অক্সিজেনের মাত্রা কমে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন তাঁরা।
তবে ক্রমশ পরিস্থিতি উন্নতি হওয়ার স্বস্তির কথা জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহ।
তিনি আরও জানান, গত ২৪ ঘন্টায় ২৯৩ জনের নমুনা পরীক্ষায় ৭৬ জন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। এতে সংক্রমণের হার ২৬ শতাংশ। যা গত কয়েকদিনের পরিসংখ্যানে ইতিবাচক দিকে মোড় নিচ্ছে।