আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সরকার জনস্বার্থ নির্ভর, আমলা নির্ভর নয়।
বুধবার (১১ আগস্ট) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) কাকরাইল মিলনায়তনে ১৫ আগস্টের শোক দিবসের আলোচনায় ওবায়দুল কাদের একথা বলেন।
এবং এই আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এই অনুষ্ঠানের আয়োজন করে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আগস্ট মাস এলেই বাংলার বাতাসে ষড়যন্ত্রের গন্ধ পাই।
সবুজ বাতাস ভোরের আকাশে লাল রক্ত দেখা দেয়।
মনে হয় পৃথিবীর ইতিহাসে ১৫ আগস্টের হত্যাকাণ্ড ছিল অতুলনীয়, এটাই সবচেয়ে বর্বর, নির্মম হত্যাকাণ্ড।
নেতাকর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, কী শিক্ষা নিলেন বঙ্গবন্ধুর কাছ থেকে? আজকে আমি স্বেচ্ছাসেবক লীগকে মানুষকে ভালোবাসার রাজনীতির শিক্ষা নেওয়ার আহ্বান জানাচ্ছি।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন সততার ও সাহসের অনন্য প্রতীক।
এ দুটি অস্ত্র যার কাছে আছে বিজয় তার হবেই।
আমরা বঙ্গবন্ধু ইতিহাস বুুুুকে ধারন করছি।