স্টাফ রিপোর্টার : মোঃ ইকবাল মোরশেদঃ
লাকসামের ঐতিহাসিক রেলওয়ে ক্লাব অনেকগুলো ইতিহাস ও দলিল নিয়ে পরে আছে।
খুব খারাপ অবস্থায় স্বাধিনতার বহু সৃতি নিয়ে নড়বরে হয়ে কোন রকমে দাঁড়িয়ে আছে জংসনের ঐতিহাসিক ক্লাব,
সকলের অবহেলায় দিন দিন বিলুপ্ত হয়ে যাচ্ছে লাকসামের স্মৃতিবিজড়িত অনেক কাহিনী কাব্য ভরা এই রেলওয়ে ক্লাব ভবনটি।
ঐতিহ্য বাহি লাকসাম রেলওয়ে ক্লাব ভবনটি রক্ষার্থে লাকসামের সাংস্কৃতিক মনা মানুষ গুলো মাননীয় মন্ত্রী তাজুল ইসলামের দৃষ্টি আকর্ষণ করেছেন।
এবং লাকসামের সাংস্কৃতিক মনা সবাইকে আর ঘরে বসে না থেকে এগিয়ে আসতে হবে।
এবং ভবনটি পুনরায় স্থাপিত করার জন্য জোর দাবি জানিয়েছেন না হয় লাকসামের সংস্কৃতি নষ্ট হয়ে যাবে বিলুপ্ত হয়ে যাবে।