কুমিল্লা মেডিকেল কলেজ হসপিটালে সোমবার (৫ জুলাই) বিকাল ৪.২০ ঘটিকার সময় পেশাগত দায়িত্ব পালনের লক্ষ্যে গেলে সেখানে থাকা ওয়ার্ড মাস্টার আক্তার হোসাইন জাগো কুমিল্লা’র সম্পাদক অমিত মজুমদার এর উপর অতর্কিত হামলা চালায়। এসময় সম্পাদক অমিত মজুমদারকে শারিরিক নির্যাতন, অকথ্য ভাষায় গালাগালি ও তার কাছে থাকা মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ পাওয়া যায়
এমন ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সহযোগী ছাত্র সংগঠন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন এর কুমিল্লা মহানগর শাখার সভাপতি মুহাম্মাদ খালেদ সাইফুল্লাহ।
সোমবার এক জরুরী বিবৃতিতে তিনি বলেন, জাগো কুমিল্লার সম্পাদক অমিত মজুমদার কোন অপরিচিত ব্যক্তি নন। তিনি কুমিল্লার একজন অন্যতম সংবাদকর্মী। (৫জুলাই) কুমিল্লা মেডিকেলে সংবাদ সংগ্রহ করতে গেলে তার উপর অতর্কিত হামলা ও শারীরিকভাবে নাজেহাল করা হয়। আমরা এহেন ন্যাক্কারজনক আচরনের তীব্র নিন্দা জানাই।
তিনি আরো বলেন, সাংবাদিকদের উপর যারা হামলা করেছে তারা এ জাতির চিহ্নিত শত্রু। তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে বিচারকার্য সম্পাদন করা না করলে ভবিষ্যতে এ পেশা থেকে সম্ভাবনাময়ী ভবিষ্যত প্রজন্ম মুখ ফিরিয়ে নেওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং সংবাদ কর্মীদের সার্বিক নিরাপত্তা দাবী জানাচ্ছি।