ফেনীর ছাগলনাইয়া পৌরসভার ৮নং ওয়ার্ডের দক্ষিণ মটুয়া গ্রামে শ্যামলা খাতুনের মেয়ে জোবেদা খাতুন (৫৫) মাথা গোঁজার ঠাঁই জন্য একটা সরকারি ঘর দরকার। অসহায় জোবেদা খাতুনের বিয়ে হয়েছিল সামসুল হকের সাথে ৩০ বছর আগে। কিন্তু জোবেদা খাতুনকে রেখে স্বামী চলে যান ১৬ বছর আগে। জোবেদার সংসারে একমাত্র পুত্র সন্তান সুমন (১৫)।
সুমন কে নিয়ে খেয়ে না খেয়ে ভিক্ষা করে কোন রকম জীবনযাপন করেন জোবেদা। সুমন নিজেও সংসারের অভাবের তাড়নায় দিন মজুরির কাজ করে। অসহায় মানুষের জন্য হৃদয় কাঁদে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তাই মমতাময়ী প্রধানমন্ত্রীর প্রতি আকুল আবেদন জানান বৃদ্ধা জোবেদা খাতুন।
জোবেদা’র মায়ের দেওয়া ২’শতক জায়গা রয়েছে।বর্তমানে ঐ জায়গা জীবনের ঝুঁকি নিয়ে দিনতিপাত করছেন। লকডাউনের কারনে ভিক্ষা করতে পারেন না অসুস্থ জোবেদা খাতুন। তাই ঔষধ কিনতে পারছেন না বহুদিন। দিনদিন শরীর খারাপের দিকে এগুচ্ছে, তাই ইচ্ছে মৃত্যুর আগে যেনো সরকারীভাবে নিজের একটা ঘর হয় এবং ঐ ঘরে তার মৃত্যু হয়।
সাংবাদিকদের জোবেদা খাতুন বলেন, “আমার একটা ঘর হলে চলবে, আমি সরকারের জন্য দোয়া করবো এবং ঐ ঘরে নামাজ পড়ে। সমাজে অনেক বিত্তবান রয়েছে। তাঁদের নিকটও আকুতি জানান ভিক্ষুক বৃদ্ধা জোবেদা খাতুন।