মেহেদী হাসান সুমন, জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটের কালাইয়ে ৫৮টি ভূমিহীন-গৃহহীন পরিবারের মাঝে জমি ও ঘর হস্তান্তর করা হয়েছে।
মুজিব শতবর্ষ উপলক্ষে ২য় পর্যায়ে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এসব ঘর উপহার দেওয়া হয়।
রোববার বেলা ১১ টায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জমি ও ঘর প্রদান কার্যক্রমের উদ্বোধন শেষে কালাই উপজেলা পরিষদ মিলনায়তনে ৫৮টি ভূমিহীন-গৃহহীন পরিবারের মাঝে জমি ও ঘরের কবুলিয়াত দলিল হস্তান্তর করেন জেলা প্রশাসক শরীফুল ইসলাম।
অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার নীলিমা জাহান এর সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা টুকটুক তালুকদার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার মাছুম আহম্মদ ভূঞা, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, জেলা স্থানীয় সরকারের উপপরিচালক ইশরাত ফারজানা,কালাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন, কালাই পৌরসভার মেয়র রাবেয়া কাজল, সহকারি পুলিশ সুপার ইসতিয়াক আলম,মাত্রাই ইউপি চেয়ারম্যান আনম শওকত তালুকদার লজিক।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন মোল্লা ও সাবানা আক্তার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান উদয়পুর ইউপি চেয়ারম্যান ওয়াজেদ আলী দাদা, আহম্মেদাবাদ ইউপি চেয়ারম্যান আলি আকবর মন্ডল ।