সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ মুজিবর্ষ উপলক্ষে ছাগলনাইয়ায় ৭৫টি ভূমিহীন-গৃহহীন পরিবারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া উপহার ঘর প্রদান করা হয়েছে। এ উপলক্ষে রবিবার (২০ জুন) সকাল ১০ টায় উপজেলা পরিষদের মিলনায়তনে অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ফেনী-১ আসনের সংসদ সদস্য ও জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, পৌর মেয়র এম.মোস্তফা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার, মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জোলেখা আক্তার শিল্পী, সহকারী কমিশনার (ভূমি) হোমায়রা ইসলাম, ছাগলনাইয়া থানা অফিসার ইনচার্জ মোঃ শহীদুল ইসলাম, ইউসিসিএ লিঃ এর চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব, পাঠানগড় ইউপি চেয়ারম্যান রফিকুল হায়দার চৌধুরী জুয়েল, শুভপুর ইউপি চেয়ারম্যান আবদুল্লাহ সেলিম, মহামায়া ইউপি চেয়ারম্যান গরীরশাহ্ হোসেন চৌধুরী বাদশা, ঘোপাল ইউপি চেয়ারম্যান এফ.এম আজিজুল হক মানিক, উপজেলা জাসদের সভাপতি বীর মু্ক্তিযোদ্ধা আবদুল হাই মেম্বার প্রমূখ।
অনুষ্ঠানে ৭৫টি ভূমিহীন পরিবারের মাঝে দলিলপত্র হস্তান্তর করা হয়। ছাগলনাইয়া উপজেলায় মোট ১১২টি ভূমিহীন কে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার ঘর প্রদান করা হবে।