সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ ফেনীর ছাগলনাইয়া উপজেলার ৫ নং মহামায়া ইউনিয়নস্থ ১নং ওয়ার্ড (পশ্চিম দেবপুর) আবদুর রশীদ মৌলভী বাড়ির এক গৃহবধুর রহস্যজনক আত্মহত্যার প্ররোচনায় কারীর বিরুদ্ধে ছাগলনাইয়া থানা হত্যা মামলা দায়ের করা হয়। গত দুই মাস আগে মহামায়া ইউনিয়নের পশ্চিম দেবপুর আবদুর রশীদ মৌলভী বাড়ির আবু তাহের ও জাহানারা আক্তারের ছেলে মোঃ আসাদ আলী (২৪) ও ফুলগাজী উপজেলা আমজাদ ইউনিয়নের ফেনা পুস্কুনি ইউনুস ডাক্তার বাড়ির ডুবাই প্রবাসী মোঃ মোস্তফার মেয়ে লিমা আক্তার (১৬) এর সামাজিক ভাবে বিয়ে সম্পন্ন হয়। এই বিয়েটা তাদের প্রেমের সম্পর্কিত বলে জানাযায়। অপরদিকে লিমার পরিবার ও সমাজপতিদের দাবি লিমাকে যৌতুকে জন্য তাঁর শাশুড়ি জাহানারা আক্তার ও স্বামী আসাদ আলী বিয়ের পর পরই যৌতুকের জন্য মারধর করে আসছে। এনিয়ে গত ১৮ জুন শুক্রবার ভোরে কোন এক সময় রোকসানা আক্তার লিমা আত্মহত্যা করে।
লিমা আক্তার এর মা রেজিয়া বেগম বাদী হয়ে শুক্রবার (১৮ জুন) ছাগলনাইয়া থানা আত্মহত্যা প্ররোচনায়কারী তাঁর যৌতুক লোভী স্বামী মোঃ আসাদ আলীকে আসামী করে হত্যা মামলা দায়ের করে। মামলা নং- ১৬.
ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ মোঃ শহীদুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ) আবদুর রহমান ও সঙ্গীয় ফোর্সসহ মহামায়া পশ্চিম দেবপুর হতে হত্যা মামলার এজাহার নামীয় আসামী মোঃ আসাদ আলীকে গ্রেফতার করে জেলা আদালতে সোপর্দ করা হয়।