সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ ফেনীর ছাগলনাইয়া উপজেলার ৫ নং মহামায়া ইউনিয়নস্থ ১নং ওয়ার্ড (পশ্চিম দেবপুর) আবদুর রশীদ মৌলভী বাড়ির এক গৃহবধুর রহস্যজনক আত্মহত্যার অভিযোগ পাওয়া যায়। ঘটনাটি ঘটেছে শুক্রবার (১৮ জনু) ভোরে কোন এক সময়ে। স্থানীয় সূত্রে জানাযায়, গত দুই মাস আগে মহামায়া ইউনিয়নের পশ্চিম দেবপুর আবদুর রশীদ মৌলভী বাড়ির আবু তাহের ও জাহানারা আক্তারের ছেলে মোঃ আসাদ আলী (২২) ও ফুলগাজী উপজেলা আমজাদ ইউনিয়নের ফেনা পুস্কুনি ইউনুস ডাক্তার বাড়ির ডুবাই প্রবাসী মোঃ মোস্তফার মেয়ে লিমা আক্তার (১৬) এর সামাজিক ভাবে বিয়ে সম্পন্ন হয়। তদুপরি এই বিয়েটা তাদের প্রেমের সম্পর্কিত বলে জানাযায়। অপরদিকে লিমার মা, ভাই, ভাবি ও সমাজপতিদের দাবি লিমাকে যৌতুকে জন্য তাঁর শাশুড়ি জাহানারা আক্তার ও স্বামী আসাদ আলী বিয়ের পর পরই যৌতুকের জন্য মারধর করে আসছে। তারা আরো বলেন, গত দুইদিন আগেও আম, কাঁঠালের জন্য ১০ হাজার টাকা এর আগে ১ লাখ টাকা সহ প্রায় নগদ টাকা দিয়ে আসছি। তারপরও লিমা সুখী হতে পারেনি। আমরা লিমার আত্মহত্যা প্ররোচনাকারী শাশুড়ী ও স্বামীর দৃষ্টান্ত মুলক শাস্তি দাবি করছি। এবিষয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান, লিমার পরিবার।
এইদিকে লিমার আত্মহত্যার খবর পেয়ে ছাগলনাইয়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে এবং ছেলে ও মাকে জিজ্ঞাসাবাদ করার জন্য থানা নিয়ে আসে। অপরদিকে লিমা আক্তার’র পোস্টমর্টেম শেষে তার মায়ের বাড়িতে হস্তান্তর করা হয়।
আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে ছাগলনাইয়া থানা অফিসার ইনচার্জ মোঃ শহীদুল ইসলাম জানান, কেউ যদি বাদী হয়ে এজাহার করে তাহলে তদন্ত করে লিমার আত্মহত্যার পিছনে কারা দায়ী তাদের খুঁজে বের করে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।