মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার ডিপিএলের খেলায় চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীর বিপক্ষে মাঠের ক্রিকেটে আচরণ অশোভন করায় মোহামেডান অধিনায়ক সাকিব আল হাসান এর চারটি ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে।
বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করে মোহামেডানের ক্রিকেট কমিটির প্রধান মাসুদুজ্জামান জানান, আবাহনী-মোহামেডান ম্যাচে আচরণবিধি ভাঙায় চার ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন সাকিব আল হাসান।
ইনিংসের পঞ্চম ওভারের পঞ্চম বলে সাকিবের আউটের আবেদনে সাড়া দেননি আম্পায়ার। এতে মেজাজ হারিয়ে সাকিব নন-স্ট্রাইকিং প্রান্তের স্টাম্পে লাথি মেরে ভেঙে দেন। ৫.৫তম ওভারের সময় তুমুল বৃষ্টি আসলে আম্পায়ার মাহফুজুর রহমান খেলা বন্ধ রাখার ঘোষণা দেন।
তিনি যখন মাঠকর্মীদের কাভার আনার ইশারা দিচ্ছেন, তখন সাকিব আম্পায়ারের দিকে এগিয়ে গিয়ে তিনটি স্টাম্পই তুলে উইকেটের ওপর ছুড়ে মারেন।