গীতি গমন চন্দ্র রায় গীতি।।স্টাফ রিপোর্টার।। ঠাকুরগাঁওয়ের পাঁচটি উপজেলায় চলছে রাস্তার উপরে কৃষকদের বোরোধান মাড়াই ও খড় পুয়াল শুকানো।পথচারি ও যানবাহন চলাচলে চরম অসুবিধায় পড়ে পেরিয়ে চলেন রাস্তা।
জানা যায়,ঠাকুরগাঁও সদর,পীরগঞ্জ,রানীশংকৈল, হরিপুর,বালিয়াডাঙ্গী সহ পাঁচটি উপজেলার বিভিন্ন গ্রামগঞ্জের পাকা রোডের উপরে প্রকাশ্যে কৃষকেরা ধান মাড়াই ও খড় পুয়াল শুকাছে।সেসব রাস্তায় যানবাহন চলাচলে চরম অসুবিধার মধ্যে রাস্তা পারাপার হতে হয়।আবার প্রায় ঘটেছে দূর্ঘটনা।
সরেজমিনে দেখা যায়,পীরগঞ্জ উপজেলার ফকিরগঞ্জ রোড,জাবরহাট রোড,নাককাটি রোড, রানীশংকৈল উপজেলার কাতিহার নেকমরদ রোড,কাঁঠালডাঙ্গী রোড,হরিপুর উপজেলার জাদু রানী রোড,বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী রোড,সদর উপজেলার ফারাবাড়ি রোড বিনাদিধায় বোরোধান মাড়াই ও খর সুকানো।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী পদক্ষেপ নেওয়া উচিত বলে সুশীল সমাজের ব্যাক্তগন সাংবাদিককে জানান।