দিনাজপুর বিরামপুরে মাদকদ্রব্যের অভিযানে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ও কারাদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার। জানা যায় যে,১লা জুন বিরামপুর থানা সূত্র মতে জানা যায় যে,বিরামপুর উপজেলা অন্তর্ভুক্ত ২ নং কাটলা ইউনিয়নে বিরামপুর থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ০৫ জন মাদকসেবী আটক হয়েছে। উক্ত ৫ জনের মধ্যে ০৪ জন বহিরাগত ০১ জন স্থানীয়। তাদেরকে তাৎক্ষণিক ভাবে বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয়ের ভ্রাম্যমান আদালতে উপস্থাপন করলে বিজ্ঞ আদালত তাদের প্রত্যেকের ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা অর্থদন্ড প্রদান করেন। উক্ত সাজা প্রাপ্তগণ,জয়পুরহাট জেলার আক্কেলপুর মহল্লার শ্রী রঘুনাথ ঘোষ এর ছেলে শ্রী রনজিৎ ঘোষ (৩৫),মাদারগঞ্জের মৃত্যু গনেশ কর্মকারের ছেলে,শ্রী দিপক কর্মকার (৩৩),গাইবান্ধা ব্রীজরোড গ্রামের
জাহাঙ্গীর মিয়ার ছেলে,শাহ মোঃ নাজিম উদ দৌলা ডলার (৩২),ঘোরশাল ইয়াহিয়া মন্ডলের ছেলে,নাজমুল হোসাইন (৩০),অদ্য ধৃতদের দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানা যায়।