স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তার কক্ষ থেকে সরকারি নথি চুরির চেষ্টা এবং মোবাইলে ছবি ধারনের অভিযোগ এনে দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক ‘সাংবাদিক রোজিনা ইসলামকে’ আটকে রেখে হেনস্থা, নির্যাতন, গ্রেফতার ও মামলার ঘটনায় নেত্রকোণায় সাংবাদিক সমাজ নিন্দা, ক্ষোভ ও ঘৃনায় প্রতিবাদ জানিয়েছে।
১৮ মে (মঙ্গলবার) সকাল সাড়ে ১১ টায় জেলা প্রেসক্লাবের সামনে নেত্রকোণা সাংবাদিক সমাজের ব্যানারে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা মানববন্ধন কর্মসূচি থেকে প্রতিবাদ জানিয়ে রোজিনা ইসলামের বিরোদ্ধে ‘মিথ্যা’ ‘মামলা’ ‘প্রত্যাহার’ নিঃশর্ত মুক্তি, হেনস্থা ও নির্যাতনে জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানানো হয়।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. মোখলেছুর রহমান, সহ-সভাপতি হায়দার জাহান চৌধুরী,জৈষ্ঠ সাংবাদিক শ্যামলেন্দু পাল, সাংবাদিক ভজন দাস, কামাল হোসাইন, সঞ্জয় সরকার, পল্লব চক্রবর্তীসহ অন্যান্যরা।
এসময় নাটকীয় অভিযোগ এনে মন্ত্রণালয়ের কক্ষে রোজিনাকে ৫ ঘন্টারও অধিক সময় আটকে রেখে তারা পেশাগত দায়িত্ব পালনে বাধা ও নির্যাতন করে সরকারি কর্মকর্তারা ফৌজদারি অপরাধ করেছেন! অবিলম্বে রোজিনা ইসলামের মুক্তি দাবি করে ঘটনায় জড়িত সরকারি কর্মকর্তাদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবী জানান জেলার সাংবাদিকবৃন্দ।