এক হাজার ৪১৭ জন শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করা হয়েছে, তাদের মধ্যে স্কুলের এক হাজার ৬২ জন এবং কলেজের ৩৫৫ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন।
গত সোমবার (১৭ মে) শিক্ষা ভবনে অবস্থিত মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) এমপিও কমিটির সভায় তাদেরকে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত দেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন মাউশির মহাপরিচালকের চলতি দায়িত্বে থাকা অধ্যাপক সৈয়দ মো. গোলাম ফারুক।
সভা শেষে মাউশি থেকে জানা যায় যে, এমপিওভুক্ত হওয়া স্কুল পর্যায়ের এক হাজার ৬২ জন শিক্ষক-কর্মচারীদের মধ্যে ঢাকা অঞ্চলের ১৮৭ জন, বরিশাল অঞ্চলের ৪৭ জন, চট্টগ্রাম অঞ্চলের ১১১ জন, কুমিল্লা অঞ্চলের ৭৯ জন, খুলনা অঞ্চলের ১৯৬ জন, ময়মনসিংহ অঞ্চলের ১২৩ জন, রাজশাহী অঞ্চলের ১৬২ জন, রংপুর অঞ্চলের ১২৩ জন এবং সিলেট অঞ্চলের ৩১ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন বলে জানান।