এবার মিস ইউনিভার্স হলেন মেক্সিকান সুন্দরী
করোনার জন্য গত বছর অনুষ্ঠিত হয়নি মিস ইউনিভার্সের এই আসর৷
তাই এবার আগ্রহটা ছিলো সবার দ্বিগুন৷ কে হবেন ইউনিভার্সের প্রথম ও সেরা সুন্দরী।
গত রোববার ফ্লোরিডার হলিউডে হার্ড রক হোটেল অ্যান্ড ক্যাসিনোতে বসেছিলো মিস ইউনিভার্সের ৬৯তম এর আসর।
এবার সেরা সুন্দরীর মুকুট জিতে নিয়েছেন ২৬ বছর বয়সী নারী আন্দ্রে মেজা। তিনি পেছনে ফেলেছেন সারা বিশ্বের ৭০ জন প্রতিযোগী নারী কে।
প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছেন মিস ব্রাজিল জুলিয়া গামা এবং তৃতীয় হয়েছেন মিস পেরু জ্যানিক মাসেতা দেল কাসিলো।