দলের নির্বাচকদের রীতিমতো ধুয়ে দিয়েছেন ওয়াহাব রিয়াজ। ৩৫ বছর বয়সী এই তারকা পেসার বলেছেন, মাত্র এক বা দুটি ম্যাচের পারফরম্যান্সের ভিত্তিতে খেলোয়াড়দের বিচার করা উচিত নয় বলে জানান ওয়াহাব রিয়াজ।
তিনি বলেন এক-দুই ম্যাচে খারাপ করলেই দল থেকে বাদ দেয়া ঠিক নয়। রিয়াজ বলেন, আমি পুরো ব্যবস্থাপনাকে দোষ দিতে চাই না।
দলের ভেতর নির্বাচনের মধ্যে আমাদের কিছু ভুল রয়েছে; যা আমরা খেলোয়াড় হিসেবে দেখে আসছি। আমি মনে করি কিছু বিষয় গুলো দেখে পরিবর্তন করা উচিত; তা হলো একজন খেলোয়াড়কে কেবল একটি অথবা দুটি ম্যাচের ভিত্তিতে বিচার করা উচিত নয়।
কেবল আমাদের সাথেই নয় কারও সাথেই এমনটি হওয়া উচিত না। দল থেকে বাদ দেওয়ার আগে খেলোয়াড়ের আগের পারফরম্যান্সও দেখা উচিত। তিনি আরও বলেন, যে কোনো খেলোয়াড় দল থেকে বাদ পড়লেই তার মনে প্রশ্ন জাগে কেন বাদ পড়লাম?
এবং প্রশ্নের উক্তর যদি যৌক্তিক হয় তাহলে সমস্যা নেই। কিন্তু কোনো খোঁড়া অজুহাতে বাদ দেয়া আমার মনে হয় ঠিক হবে না।