ছাগলনাইয়া উপজেলা কর্তৃক আয়োজিত ২৫ মার্চ গনহত্যা দিবস উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ মার্চ) সকাল ১১ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের চৌধুরী’র সভাপতিত্বে এবং বিআরডিবি চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব’র উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জোলেখা আক্তার শিল্পী, ছাগলনাইয়া থানা অফিসার ইনচার্জ মেজবাহ্ উদ্দিন আহমেদ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন ছাগলনাইয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী, সাংবাদিক নুরুজ্জামান সুমন, উপজেলা জাসদ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই মেম্বার, বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা সাইদুল হক।
ভয়াল ২৫ মার্চ ১৯৭১ সালের কালো রাত্রিতে ইতিহাসের নৃশংসতম নিরস্ত্র মানুষের উপর পাকিস্তানি হানাদার বাহিনীরা বাংলার মানুষের উপর নির্বিচারে গুলি বর্ষন করে হত্যা করে। এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীরা “অপারেশন সার্চলাইট” নামে ইতিহাসের ভয়াবহ এ হত্যাকান্ড পরিচালনা করে। এ নির্মম হত্যাযজ্ঞের স্মৃতিচারন করে বক্তব্য রাখেন আগত অতিথিবৃন্দ।
আলোচনা সভার প্রারম্ভে সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করে উপজেলা পরিষদ মসজিদের ইমাম মাওলানা আতাউল্যাহ্ সিফাত। বাদ মাগরিব ছাগলনাইয়া কেন্দ্রীয় শহীদ মিনারে সকল শহীদদের প্রতি সম্মান রেখে মোমবাতি প্রজ্জলন করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বীর মুক্তিযোদ্ধাগন, পরিষদের বিভিন্ন দাপ্তরিক প্রধানগন, শিক্ষক শিক্ষিকা, সাংবাদিক সহ সুশীল সমাজ।