দক্ষিন ২৪পরগনা জেলায় এই ঠাণ্ডা মরশুমে এখন ধাপাস বল,ক্রিকেট খেলা,এবং অন্যান্য ক্রিয়া ও সংস্কৃতি অনুষ্ঠানের প্রচালন থাকে,এই করোনা মহামারি অপেক্ষা করে,সেই সূত্র ধরেই বিগত বছরের ন্যায় এবছর ও আজ থেকে দক্ষিণ ২৪পরগনা জেলার অন্তর্গত ডায়মন্ড হারবার কপার্ট হাট পারুলিয়া পার্শ্ববর্তী মাঠে,পারুলিয়া জয় ভারত ক্লাবের পরিচালিত দীর্ঘ তিন দিন ব্যাপী বিরাট নক আউট ক্রিকেট প্রতিযোগিতা আয়োজন করা হয় I পতাকা উত্তোলন করা,জাতীয় সঙ্গীত ,ও সংবর্ধনার মধ্য দিয়েই উক্ত অনুষ্ঠান টি শুরু হয় I টুনামেন্টে ৮টি দল খেলিবে, প্রথম পুরস্কার জয়ী দলকে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ,দ্বিতীয় পুরস্কার বিজয়ী দল কে এক লক্ষ টাকা দেওয়া হইবে I যে সকল বিশিষ্ঠ ব্যাক্তিরা উপস্থিত ছিলেন তারা হলেন, ডায়মন্ড হারবার থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক সুজন রায়,ডায়মন্ড হারবার ১নং ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি গৌতম অধিকারী,পারুলিয়া জয়ভারত ক্লাবের সেক্রেটারি বাপি গায়েন, হাবীবুল্লাহ রাজ, সহ ক্লাবের সকল সদ্যবৃন্দুগণ । পশ্চিম বঙ্গ থেকে বাইজিদ মণ্ডলের রিপোর্ট