মোঃ মাসুদ রানা, কচুয়াঃ
কচুয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে নিম্ন আয়ের মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার উপজেলার তেতৈয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে এসব মানুষদের হাতে কম্বল তুলে দেন, বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ।
ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জহিরুল ইসলাম টগরের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী এম আখতার হোসাইন ও ইউপি চেয়ারম্যান কবির হোসেনের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন, চাঁদপুর পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জে.আর ওয়াদুদ টিটু, সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন (এসডু পাটোয়ারী), মজিবুর রহমান ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আজিজ খান বাদল, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান টুটুল, কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী পাটোয়ারী, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুব আলম প্রমুখ।
এসময় ইউপি চেয়ারম্যান জহিরুল ইসলাম জাহাঙ্গীর, জসিম উদ্দিন লিটন, উপজেলা যুবলীগের অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হাবিব মজুমদার জয়, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সালাহউদ্দিন সরকার, সিনিয়র যুগ্ম আহবায়ক সোহাগ উদ্দিন, যুবলীগ নেতা ও মেম্বার পদপ্রার্থী আবু সালেহ জাফরসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।