যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগো চিড়িয়াখানায় দুটি গরিলা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ ছাড়া আরেকটি গরিলার শরীরে উপসর্গ দেখা দিয়েছে।
গতকাল সোমবার চিড়িয়াখানা কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত বুধবার থেকে দুটি গরিলার কাশি শুরু হয়। শুক্রবার প্রাথমিক পরীক্ষায় গরিলাদের করোনার উপস্থিতি শনাক্ত করা হয়।
পরে যুক্তরাষ্ট্রের কৃষি দপ্তরের জাতীয় ভেটেরিনারি সার্ভিস ল্যাবরেটরি গরিলার করোনা পজিটিভের তথ্য নিশ্চিত করে। আরো এক গরিলার কাশি শুরু হয়েছে। সান ডিয়েগো জু সাফারি পার্কের নির্বাহী পরিচালক লিসা পিটারসন বলেন, ‘সংক্রমিত গরিলার মধ্যে কাশি ও কিছু অস্বাভাবিকতা আছে। এ ছাড়া তাদের আর কোনো সমস্যা নেই। তাদের একসঙ্গে কোয়ারেন্টেইনে রাখা হয়েছে। তারা ঠিকমতো খাওয়া দাওয়া করছে। তাদের পুরোপুরি সুস্থ হওয়ার ব্যাপারে চিড়িয়াখানা কর্তৃপক্ষ আশাবাদী ব্যক্ত করে এসব জানান।