ভারতে নিষেধাজ্ঞা এবং যুক্তরাষ্ট্রে চলমান আইনি লড়াইয়ের মধ্যেও ২০২০ সালের সর্বোচ্চ আয় করা মোবাইল অ্যাপের তকমা জিতেছে ক্ষুদ্র ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক। এক বছরে বিশ্বজুড়ে অ্যাপটির লাভ এসেছে ৫৪ কোটি মার্কিন ডলার। অ্যাপ বিশ্লেষণা প্রতিষ্ঠান অ্যাপটোপিয়ার তথ্যমতে, এই তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ডেটিং অ্যাপ টিন্ডার। এক বছরে অ্যাপটি আয় করেছে ৫১ কোটি ৩০ লাখ ডলার। বিজনেস ইনসাইডারের প্রতিবেদন বলছে, ২০২০ সালে সর্বোচ্চ আয় করা অ্যাপের তালিকায় তৃতীয় ইউটিউব। আয় ৪৭ কোটি ৮০ লাখ ডলার। এরপর ৩১ কোটি ৪০ লাখ ডলার আয় নিয়ে চতুর্থ ডিজনি প্লাস এবং ৩০ কোটি ডলার আয় নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে টেনসেন্ট ভিডিও।