ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের পুরাতন মুহুরীগঞ্জ
ফাজিলপুর হাইওয়ে (মুহুীগন্জ) পুলিশ ফাঁড়ি সামনে রবিবার (১০ জানুয়ারী) বিকাল ৫ ঘটিকায় ঢাকা থেকে আসা সেন্টমার্টিন পরিবহনের ( ঢাকা মেট্রো ব ১৫-২১৯৩) অসতর্কতায় ভয়াবহ দূর্ঘটনায় নিহত হয় ১ মাদ্রাসা ছাত্র ও আহত হয় ৪ জন।
নিহত আশরাফুল ইসলাম (১৭) ১৩নং ফরহাদ নগর ইউনিয়নের নৈরাজপুর গ্রামের হারুন আহাম্মদ ও আয়েশা বেগমের একমাত্র ছেলে।আশরাফুল ইসলাম ফাজিলপুর ওয়ালিয়া মাদ্রাসা একাদশ শ্রেণির ছাত্র বলে নিশ্চিত করেন নিহতের মামা। আশরাফুল ইসলাম পিতা-মাতার একমাত্র ছেলে বলে জানা যায়। গুরুতর আহত ৩ জন একই এলাকার বলে জানা যায় ও ১ জন স্থানীয়। আহত ৪ জন হলেন, মোহাম্মদ রাকিব (২৫), মোহাম্মদ রিফাত (১৫), নিহতের নানা আব্দুস সোবহান (৭০) ও মুহুরিগন্জ মা হোটেলের সত্বাধিকারি মোঃ আলাউদ্দিন।
নিহতের মামা সাংবাদিকদের জানান, তার (আশরাফুল ইসলামের) ছোট বোনের বিবাহের ফর্দ অনুষ্ঠান শেষে বাড়ী ফেরার জন্য পুরাতন মুহুরীগঞ্জ ঢাকায় -চট্রগ্রাম মহাসড়ক পারাপারের জন্য রাস্তায় দাঁড়িয়ে ছিল। তারপর সেন্টমার্টিন পরিবহন নামক একটি বাস দ্রুত গতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে মা হোটেলর সামনে দাঁড়িয়ে থাকা আশরাফুল ইসলামকে চাপা দিলে ঘটনাস্থলে আশরাফুল মারা যায়, আহত ৩ জনকে আশংকাজনক অবস্থায় চট্রগ্রামে চিকিৎসার জন্য পাঠানো হয়।
স্থানীয়দের মাধ্যমে জানা যায়, গাড়ীর মাত্রাতিরিক্ত গতি থাকায় এই দূর্ঘটনা হয় এবং মা হোটেলের মালিক আলা উদ্দিন (৪০) আহত হয়। আলা উদ্দিন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ীতে রয়েছে।
এই বিষয় ফাজিলপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ি (মুহুরীগঞ্জ) ইনচার্জ সার্জেন্ট সোহেল সরকার বলেন, ১ জন নিহত ও ৪ জন আহত হয়। মামলার প্রস্তুতি চলছে।
উল্লেখ্য যে, গত তিন বছর আগে একই স্থানে এমন দূর্ঘটনায় ৮জন নিহত হয়।