মোঃমাহফুজুর রহমান বিপ্লব,ফরিদপুর প্রতিনিধি।
শীতার্ত অসহায় মানুষের মুখে একটুখানি হাসি ফুঁটানোর চেষ্টায় সন্ধানী ফরিদপুর মেডিকেল কলেজ ইউনিট কর্তৃক শীতবস্ত্র, খাবার মাস্ক বিতারন করা হয়।
আজ সোমবার সকাল ১১টায় সন্ধানী ফরিদপুর মেডিকেল কলেজ ইউনিটের পক্ষ থেকে মেডিকেল কলেজর একাডেমিক প্রাঙ্গনে ২য় দফায় শীতবস্ত্র খাবার মাস্ক বিতরণ কর্মসূচি পালন করা হয়।
ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মুস্তাফিজুর রহমান রঞ্জু এই কর্মসূচীর শুভ উদ্বোধন করেন। এই সময় উপস্থিত ছিলেন,সন্ধানীর সেশনের সভাপতি এডিসন উজ্জ্বল মধু ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান অনিক সহ সিনিয়র উপদেষ্টাবৃন্দ এবং সন্ধানীয়ানরা।এ সময় শীতার্ত মানুষের মাঝে ১৫০ পিচ কম্বল,স্বাস্থ্য সচেতনতায় ৩০০ পিচ মাস্ক সহ দুপুরের খাবার বিতরন করা হয়।ভবিষ্যতেও এভাবে সন্ধানী পরিবার সবসময় অসহায় মানুষদের পাশে থাকবে বলে তারা আশা ব্যাক্ত করেন