ঢাকাশনিবার , ৯ জানুয়ারি ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

নওহাটা পৌরসভার নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাসী বারী খাঁন- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
জানুয়ারি ৯, ২০২১ ২:১৯ অপরাহ্ণ
Link Copied!

[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]

আসন্ন পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে পবা উপজেলা নওহাটা পৌরসভার মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য সম্ভাব্য প্রার্থী বিশিষ্ট , সমাজসেবক,গরীব,দুখী, মেহনতী মানুষের পরম আস্থাভাজন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক ,শেখ হাসিনার একনিষ্ঠ কর্মী, নওহাটা পৌর আওয়ামীলীগের সভাপতি, আব্দুল বারী খাঁন, সকলের দোয়া ও সমর্থন নিয়ে সম্ভাব্য প্রার্থী হিসেবে নওহাটা বাজারে গণসংযোগ,পথসভা ও মাঠ পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় সভা করে চলেছেন । এর আগে তিনি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ ও স্থানীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন।

 


এর মধ্যে সরকারি দলের কয়েকজন নেতা দলীয় মনোনয়ন পেতে তৃণমূল এ উচ্চপর্যায়ে নেতাকর্মীদের সঙ্গে ব্যাপকভাবে গ্রুপিং-লবিং শুরু করলেও আশা বাদী,বারী খাঁন,এছাড়া নওহাটা, পৌর এলাকার বাজার ও মোড়ে মোড়ে চায়ের দোকানগুলোয় বিশেষ করে সন্ধা পর নির্বাচন নিয়ে গুঞ্জন শুরু হয়ে গেছে।এবং সবার মুখে মুখে বারী খাঁন এর কথা শোনা যাচ্ছে,

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানানো হয়েছে, রাজশাহী পবা উপজেলা নওহাটা পৌরসভা এলাকার মোট ভোটার সংখ্যা ৪৫ হাজার। এর মধ্যে পুরুষ ২২ হাজার ৭০০ ও মহিলা ভোটার সংখ্যা ২২ হাজার ৩০০জন।

Don`t copy text!