বগুড়ার দুপচাঁচিয়ায় যাত্রীবাহী চলন্ত বাসে আকস্মিকভাবে আগুন ধরে যায়। অল্পের জন্য অনেকে প্রাণে বেঁচে গেলেও নামতে গিয়ে ঠেলাঠেলিতে অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন। বুধবার বিকালে বগুড়া-আক্কেলপুর সড়কে উপজেলার মাঠেরপুকুর এলাকায় বগুড়া ছেড়ে আসা জয়পুরহাটের আক্কেলপুরগামী প্রিন্স পরিবহনের একটি বাসে এ ঘটনা ঘটে। বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে বিকট শব্দে বাসের পেছনের একটি টায়ার ফেটে যায়। জানালা ও দরজা দিয়ে নামতে গিয়ে ঠেলাঠেলিতে অন্তত ১৫ যাত্রী আহত হন। দুপচাঁচিয়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের লিডার আবু মোত্তালিব জানান, টায়ার ফেটে যাওয়ার পর গ্যাস সিলিন্ডারে আগুন লাগে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- গ্যাস সিলিন্ডার থেকেই আগুনের সূত্রপাত।