ম্যানচেস্টার সিটির কিংবদন্তি খেলোয়াড় কলিন বেল মৃত্যু বরন করেছে। অল্প দিনের অসুস্থতার পর ৭৪ বছর বয়সে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। প্রিমিয়ার লিগের ক্লাবটির থেকে এ তথ্য জানানো হয়েছে।
ইংল্যান্ডের এই মিডফিল্ডার ১৯৬৬ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত সিটির হয়ে ৫০১টি ম্যাচ খেলেছেন। এই সময়ে গোল করেন ১৫৩টি। নিজের দেশের হয়ে জেতেন ৪৮টি ম্যাচ। বেলের মৃত্যুতে শোক প্রকাশ করে সিটি বিবৃতিতে বলেছে, ‘সিটির হয়ে এমন অর্জন হাতেগোনা কয়েক জন খেলোয়াড়ের আছে।
’ বেলের সম্মানে সিটির মাঠে একটি স্ট্যান্ড করা হয় ২০০৪ সালে। সমর্থকদের ভোটে এই স্ট্যান্ড নির্মাণের সিদ্ধান্ত নেয়া হয়। সিটির হয়ে খেলার দিনগুলোতে তারকা বনে যাওয়া বেল ক্যারিয়ার শুরু করেন বুরিতে।