সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, বাংলাদেশ শুধু ডিজিটাল বাংলাদেশই হবে না, বাংলাদেশ হবে নিরাপদ ডিজিটাল বাংলাদেশ।
বাংলাদেশে যে ১১ কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করছে তারা যেন নিরাপদে ব্যবহার করতে পারে সেজন্য কাজ করছে সরকার।
মঙ্গলবার আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে সাইবার সিকিউরিটি বিষয়ে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানসমূহের সক্ষমতা অর্জনের লক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব বলেন।