ঢাকারবিবার , ৩ জানুয়ারি ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

মুন্সীগঞ্জের সিরাজদিখান প্রেসক্লাবের সাথে ওসির মতবিনিময়- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
জানুয়ারি ৩, ২০২১ ৯:৩৯ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের সিরাজদিখান প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ এসএম জালালউদ্দিন এর মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার ৩ জানুয়ারি দুপুর সাড়ে ১১ টায় সিরাজদিখান প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাবের সভাপতি ইমতিয়াজ উদ্দিন বাবুল এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক জাবেদুর রহমান যুবায়ের এর সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়। এ-সময় সিরাজদিখান থানার নবাগত ওসি এসএম জালালউদ্দিন কে সিরাজদিখান প্রেসক্লাবের পক্ষ থেকে ফুল দিয়ে বরন করেন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন কাজী নজরুল ইসলাম বাবুল, মোহাম্মদ মোক্তার হোসেন, শামসুজ্জামান পনির, ইমদাদুল হক পলাশ।

ওসি এসএম জালালউদ্দিন তাঁর বক্তব্যে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাস বাল্যবিবাহ, ইভটিজিং রোধে ও সিরাজদিখান থানা এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তথ্য দিয়ে সহায়তায় করার জন্য সবার প্রতি আহবান জানান।

এ-সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) আজহারুল ইসলাম, সিরাজদিখান থানার সেকেন্ড অফিসার এসআই সেকেন্দার আলী, আরো উপস্থিত ছিলেন মাসিক বিক্রমপুর পত্রিকার সম্পাদক সিরাজদিখান প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এমদাদুল হক পলাশ সিরাজদিখান প্রেসক্লাবের সাবেক সভাপতি শামসুজ্জামান পনির, সাবেক সভাপতি কাজী নজরুল ইসলাম বাবুল,সিনিয়র সহসভাপতি মোহাম্মদ মোক্তার হোসেন সহ সিরাজদিখান প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ।

Don`t copy text!