সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ ফেনীর ছাগলনাইয়া উপজেলা ১০ নং ঘোপাল ইউনিয়নস্থ নিজকুঞ্জরা উচ্চ বিদ্যালয়ের নবগঠিত অভিভাবক পরিচালনা কমিটির পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের চৌধুরী ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ও নিজকুঞ্জরা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মেজবাউল হায়দার চৌধুরীকে পৃথক পৃথক ভাবে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে।
রবিবার (৩ জানুয়ারি) উপজেলা পরিষদ কার্যালয়ে নবগঠিত কমিটির সদস্য ও অত্র বিদ্যালয়ের সদস্য সচিব ও প্রধান শিক্ষক মোঃ আবদুল মালেক এর নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শুভপুর ইউপি চেয়ারম্যান মোঃ আবদুল্লাহ সেলিম, বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধালীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আলমগীর ভুঁইয়া রনি, অভিভাবক পরিচালনা কমিটির সদস্য মহিউদ্দিন চৌধুরী সেলিম, বিশিষ্ট ব্যবসায়ী সেলিম উদ্দিন, শিক্ষক প্রতিনিধি জাহাঙ্গীর আলম মানিক, ইউপি সদস্য ছলিমউল্যাহ্ শামিম, ৭ নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক আলাউদ্দিন চৌধুরী।
পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সোহেল চৌধুরী বলেন, নিজকুঞ্জরা উচ্চ বিদ্যালয়ের সামগ্রিক অবকাঠামো ও শিক্ষার মান উন্নয়নের জন্য সংশ্লিষ্ট সকলকে নিয়ে কাজ করে যাব।