মিঠু মুরাদ,লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ
লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায়
পূর্ব ফকিরপাড়া ২নং ওয়ার্ডে হাতীবান্ধা ইউনিয়নের বাসিন্দার রশিদুল ইসলাম এর
মা মোছাঃ রহিমা বেগম তার ছেলে মিজানুর রহমান,, সহ নিজস্ব জমিতে ভুট্টা লাগানোর, সময় জমি নিয়ে বিরোধের কারণে, হঠাৎ অতর্কিতভাবে হামলা করেন বিবাদী পক্ষ যারা যারা হামলা করেন ,১,নাম মোঃ আয়নাল হক(৪১)
পিতাঃ মৃত হাছেন আলী,২/নাম মোছাঃ আনোয়ারা বেগম(৬০),,স্বামী নাম মোঃ হাসছেন আলী
৩,নাম মোঃ রফিকুল ইসলাম(৫০),, পিতা নাম মৃত মোঃ করম আলী,, ৪,নাম মোঃআক্কাশ আলী(৬৫) পিতা নাম মৃত মোঃ জমিরউদ্দিন , ৫, নাম মোছাঃমাজেদা বেগম লিপি (৪৫),,,স্বামী মোঃআমির হোসেন ও তার সাঙ্গোপাঙ্গ মিলে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি ধারালো অস্ত্র ছরা বোটি ও বাঁশের লাটি নিয়ে এবং আরোও বেশ কিছু অস্ত্র নিয়ে মারামারি শুরু করে ।
এলাকার লোকজন চিল্লা হাল্লা
শুনে দৌড়ে ওর মা মোছাঃ রহিমা বেগম ও, তার ছেলে মিজানুর রহমান,, উদ্ধার করে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন, এখন চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন, ঘৃনীত কাজের জন্য যারা জড়িত তাদেরকে অবিলম্বে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হোক।
সূত্র অনুযায়ী জানা যায় যে বারাবার সাথে দীর্ঘ দিন যাবত থেকে একটি জমি নিয়ে সংঘর্ষ চলছে আয়নাল হক।
কিন্তু আজ সকাল ১১.৩০মিনিটে ওই জমির উপর মোছাঃ রহিমা বেগম ও, তার ছেলে মিজানুর রহমান,, সহ জমিতে ভুট্টা লাগানোর জমি নিয়ে বিরোধের কারণে, অলৌকিক ভাবে মেরে আহত করে,,,
তাৎক্ষণিক পর্যায়ে রশিদুল ইসলাম,ওর মা মোছাঃ রহিমা বেগম ও, তার ছেলে মিজানুর রহমানকে
উদ্ধার করে এবং হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন এখন তার অবস্থা আশঙ্কাজনক।