ঢাকাশনিবার , ১২ ডিসেম্বর ২০২০
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

ভৈরবে প্রবাসী ভগ্নিপ্রতি মোঃ জামাল মিয়ার বিরুদ্ধে ব্যবসায়ী মোঃ লিটন মিয়ার পাল্টা অভিযোগ দিয়ে সংবাদ সম্মেলন-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
ডিসেম্বর ১২, ২০২০ ৮:০১ অপরাহ্ণ
Link Copied!

গত ৮ ডিসেম্বর রাত ৯ টায় মোঃজামাল মিয়া আমার বিরুদ্ধে সংবাদ সম্মেলনে যা বলেছেন তা সম্পূর্ণ সঠিক নয়।

তাই আজ ১১ ডিসেম্বর শুক্রবার রাত ৯ টায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বি এম এস এফ) ভৈরব অফিসে এসে মোঃ লিটন মিয়া তার লিখিত বক্তব্যে সাংবাদিকদের কে বলেন
আমার নিকট ১১ বছরের দোকান গুলির
ভাড়া বাবদ ২২,০০,০০০/ (বাইশ লক্ষ) টাকা আত্মসাত সহ অন্যান্য অভিযোগে সংবাদ সম্মেলনে
যে সকল কথা বলিয়াছেন জামাল মিয়া তা মিথ্যা,সঠিক তদন্ত করলে সত্যকথা বেরিয়ে আসবে,আমার কাছে সকল প্রমাণ আছে, তাই আমি তার সঠিক বিচার চাই।

সে আমার কাছে কোন টাকা পাওনা নেই বরং আমি মােঃ লিটন মিয়া, জামাল মিয়ার
নিকট উল্টো আরাে ২৯,৭১,০০০/- (উনত্রিশ লক্ষ একাত্তর হাজার) টাকা আমি পাওনা
আছি।
মােঃ জামাল মিয়া বিদেশ লােক পাঠালে, আমি মােঃ লিটন মিয়া (মােঃ জামাল মিয়া
আমার ভগ্নিপতি হওয়ায়) তাদের টাকার জামিনদার হই। পরবর্তীতে জানতে পারি মােঃ
জামাল মিয়া জাল ভিসার মাধ্যমে বিদেশে লােক পাঠিয়েছে। সে সূত্রে ভুক্তভােগীরা আমার
নামে মানব পাচার মামলা করে। উক্ত মামলায় আমার আড়াই বছরের সাজা হলে আমি
জামিনে বের হয়ে আসি। বর্তমানে মামলাটি চলমান বিচারাধীন।
মিথ্যা আশ্রয় নেওয়া ও বানােয়াট সংবাদ
সম্মেলনে এ সকল কথা বলায় আমার মান সম্মান নষ্ট হয়েছে। আমি তার সঠিক বিচার চাই,

এবিষয়ে মোঃ জামাল মিয়া ও তার স্ত্রী পারভিন বেগম এর নিকট জানতে চাইলে তারা জানান লিটন মিয়া সংবাদ সম্মেলনে যা বলেছে তা সম্পূর্ণ মিথ্যা,আমার দরবারী, সাক্ষীগণ সহ আমার কাছে রক্ষিত ডকোমেন্ট তা প্রমাণ করবে।

Don`t copy text!