চলতি মাসে থেকে দুর্গম হাওর এলাকায় ইন্টারনেট ও ভয়েস সেবা পৌঁছে দেবেন বলে জানিয়েছেন টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক মো. সাহাব উদ্দিন। সোমবার ফেসবুকে টেলিটকের ভেরিফায়েড পেজের লাইভে এসে এই আশ্বাস দিয়ে তিনি বলেন, ‘যেখানে অন্য অপারেটররা যায়নি, সেখানে টেলিটকের নেটওয়ার্ক রয়েছে, পার্বত্য এলাকাসহ সুন্দরবন নেটওয়ার্কের আওতায় আছে। এ ছাড়া শিগগিরই হাওর এলাকা নেটওয়ার্কের আওতায় নিয়ে আসার কাজ চলছে। আশা করি, হাওর এলাকায় নেটওয়ার্ক এ মাসেই চালু করা হবে। সরকারের উদ্দেশ্য দেশের প্রতিটি ইঞ্চিতে যেন টেলিটকের সংযোগ থাকে।’
জানা গেছে, কিশোরগঞ্জ, নেত্রকোনা, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, পার্বত্য এলাকা, নোয়াখালীসহ কয়েকটি ছিটমহলে নেটওয়ার্ক সম্প্রসারণে কাজ করছে টেলিটক। এই প্রকল্পে ৩৮০ কোটি টাকা খরচ হচ্ছে এবং এসব সাইটে উচ্চগতির ইন্টারনেট সেবা নিশ্চিত করা হবে ফোরজি প্রযুক্তির মাধ্যমে।