চট্টগ্রামে রয়েল হাসপাতালে চিকিৎসার ছাড়াই শিশুটির মর্মান্তিক মৃত্যু, এই নেক্কারজনক ঘটনাটি হত্যাকাণ্ড বলে বিবেচিত হয়েছে বলে জানানা সাধারণ মানুষ।
এবং সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করুন এবং বিচারের দাবি জানান।
উল্লেখ, চট্টগ্রামে রয়েল হাসপাতাল নামে একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসার নামে অবহেলায় তৃষা দে নামে দেড় মাস বয়সী এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে।
মৃত শিশুটির বাবা দৈনিক বাংলার অধিকার কে জানান- ঠাণ্ডাজনিত সমস্যা নিয়ে গতকাল সোমবার সকালে শিশুটিকে রয়েল হাসপাতালে আনা হয়।
এরপর দীর্ঘক্ষণ পার হলেও বিশেষজ্ঞ কোনো চিকিৎসক শিশুটিকে দেখতে আসেননি।
পরবর্তীতে বাচ্চার অবস্থা আরো অবনতি হলে বিকেলে শিশুটিকে অন্য হাসপাতালে নিতে চাইলে বিল পরিশোধের শর্তে শিশু তৃষার পরিবারের সাথে তর্কে জড়ায় চট্রগ্রামের রয়েল হাসপাতাল কর্তৃপক্ষ।
হাসপাতালে ভর্তির পর থেকে শিশু তৃষা কে কোন প্রকার চিকিৎসা না দেওয়া স্বত্বেও এমনকি শিশুটির অবস্থার মারাত্মক অবনতি হতে থাকলেও রয়েল হাসপাতাল কতৃপক্ষের চাপিয়ে দেওয়া বিল পরিশোধ ছাড়া শিশুটিকে অন্য হাসপাতালে নিতেই দিচ্ছিল না দায়িত্বরত কর্মকর্তারা।
শিশুটির পরিবারের সদস্যদের সাথে বাদানুবাদের একপর্যায়ে মায়ের কোলেই তৃষা দে মারা যায়।
এই ঘটনাকে শুধুমাত্র মর্মান্তিক বলে জানান হসপিটালের বেশকিছু রুগীরা এবং চরমতম অমানবিক তথা বর্বর পাষবিক ঘটনার বিরল দৃষ্টান্তও বটে।
যথাযথ তদন্ত সাপেক্ষে এই ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সাধারণ মানুষ।
প্রথম পর্ব ১
পরবর্তী অংশ আসছে —।