মোঃ মাসুদ রানা ,কচুয়াঃ
স্বাস্থ্য সহকারীদের ১৩তম গ্রেড প্রদান করে নিয়োগবিধি সংশোধন ও বেতন বৈষম্য নিরসনের দাবিতে কর্মবিরতি পালন করছেন কচুয়া উপজেলায় কর্মরত স্বাস্থ্য সহকারীরা। সোমবার কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে বাংলাদেশ হেলথ্ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন কচুয়া উপজেলা শাখার আয়োজনে স্বাস্থ্য সহকারীরা বিভিন্ন দাবী ধাওয়া মেনে নেয়ার দাবিতে টানা ৪র্থ দিনের মতো এ কর্মবিরতি পালন করছেন।
এসময় বক্তব্য রাখেন, বাংলাদেশ হেলথ্ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশনের কচুয়া শাখার উপদেষ্টা গোলাম কিবরিয়া স্বপন, সভাপতি জহিরুল ইসলাম খন্দকার সুমন,সাধারন সম্পাদক সাইফুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম,অর্থ সম্পাদক জয়নাল আবেদীন,দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম,মহিলা বিষয়ক সম্পাদিক ইসরাত জাহান,ক্রীড়া ও সাংস্কৃতি সম্পাদক বিল্লাল হোসেন,স্বাস্থ্য সহকারী আব্দুল্লাহ ও ফারুক হোসেন প্রমুখ।
এসময় বক্তারা বলেন, স্বাস্থ্য পরিদর্শক,সহকারী পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীদের নিয়োগবিধি সংশোধন করে বেতন বৈষম্য নিরসনের দাবি পূরন প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত এ কর্ম বিরতি অব্যাহত থাকবে।
কচুয়া: বেতন বৈষম্য নিরসনের দাবিতে ৪র্থ দিনের মতো কর্মবিরতি পালন করছেন স্বাস্থ্য সহকারীরা।