গাজী মোহাম্মদ হানিফ, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি :-
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এলজিএসপি-৩ অর্থায়নে সোনাগাজীর চরদরবেশ ইউনিয়নের বিভিন্ন বিদ্যালয়ে ক্রীড়া সাংস্কৃতিক সামগ্রী, স্কুল ড্রেস ও আসবাপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ফেনী জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজ্জামান।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন- শেখ হাসিনা সরকার সকল পর্যায়ে পর্যাপ্ত উন্নয়ন করছে যা অতীতে কখনো হয়নি। সামাজিক নিরাপত্তা ভাতা, ত্রাণ, উপবৃত্তি, অসুস্থদের চিকিৎসার খরচ, পুরুষ ও নারীদের বিশেষ প্রশিক্ষন এবং কর্মসংস্থান সকল সকল পর্যায়ে উন্নয়নের লক্ষে পর্যাপ্ত বরাদ্দ দিচ্ছেন সরকার। গ্রামীন অবকাঠামো উন্নয়নে সরকার অতীতের চেয়ে বহুগুন বেশি বরাদ্দ দিচ্ছেন এতে সরকারের গ্রামকে শহরে উন্নিত করনের ভিশন দ্রুত বাস্তবায়ন হবে।
২৩ নভেম্বর সোমবার বিকালে চরদরবেশ ইউনিয়ন পরিষদের আয়োজনে উক্ত অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মোঃ মঞ্জুরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সোনাগাজী উপজেলা নির্বাহী অফিসার অজিত দেব, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তাছলিমা শিরিন মুক্তা, এলজিএসপির প্রকল্প কর্মকর্তা পিন্টু চন্দ্র দাস, চরদরবেশ ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম ভুট্টো।