নীলফামারীর ডোমারে সুরাইয়া আক্তার ওরফে নাজমুন নাহার (২০) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে ডোমার থানা পুলিশ। মৃতা হরিণচড়া ইউনিয়নের খানাবাড়ী এলাকার আবু সাঈদের স্ত্রী ও নীলফামারী সদর উপজেলার সোনারায় ইউনিয়নের বানিয়াপাড়া এলাকার নজরুল ইসলামের মেয়ে। বুধবার(১৮নভেম্বর) রাতে পুলিশ মরদেহ উদ্ধার করে বৃহস্পতিবার দুপুরে ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে।
সুরাইয়া আক্তারের সাথে আবু সাঈদের ৯ মাস আগে পারিবারীক ভাবে বিয়ে হয়। ঘটনার বিষয়ে জানা জায় বুধবার আবু সাঈদ বন্ধুদের সাথে পাশ্ববর্তী ডালিয়া ব্যারেজে বেড়াতে যাওয়ার কথা ছিল। কিন্তু স্বামীর সাথে বেড়াতে যেতে বায়না ধরে সুরাইয়া আক্তার।
আবু সাইদ স্ত্রীকে বাড়ীতে রেখে বন্ধুদের সাথে ডালিয়ায় বেড়াতে চলে জান। সুরাইয়াকে বেড়াতে নিয়ে না যাওয়ায় স্বামীর উপর অভিমান করে সন্ধ্যায় নিজ শয়ন কক্ষের স্বরের সাথে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেন সে। শশুর বাড়ির লোকজন বুঝতে পেরে থানা পুলিশে খবর দেন বলে নিহতের শ্বশুর জানায়।
অন্যদিকে মৃত গৃহবধূ সুরাইয়ার বাবা নজরুল ইসলাম বৃহষ্পতিবার দুপুরে ডোমার থানায় উপস্থিত হয়ে মেয়েকে হত্যা করা হয়েছে মর্মে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ডোমার থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান গৃহবধুঁর মরদেহ উদ্ধার ও মৃতার বাবার লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে রাতেই একটি ইউডি মামলা করা হয়েছে। তদন্ত চলছে, ভিসেরা রিপোর্ট হাতে পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।