সাইফুদ্দিন ঃ
পটুয়াখালী তিন আসনের গলাচিপা উপজেলার বিভিন্ন ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ! তার মধ্যে প্রধান্য ইউনিয়ন এক নং আমখোলা ইউনিয়ন !এই ইউনিয়নে তৃণমূলে রাজনীতিতে জমে উঠেছে.আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে ভোটারদের মাঝে চলছে ভোট কষাকষি ! আমখোলা ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থীর তালিকায় রয়েছেন. আওয়ামীলীগের দলীয় একাধিক প্রার্থী. তার মধ্যে উল্লেখযোগ্য হেভিওয়েট প্রার্থী রয়েছেন ! ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্নু সাধারণ সম্পাদক. বিশিষ্ট শিল্পপতি আমখোলা ইউনিয়নের গরীব দুখী মেহনতী মানুষের বন্ধু জনাব মো: নোমানুর রহমান নান্নু প্যাদা, আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান জনাব মোঃ আনোয়ার হোসাইন মৃধা ! বর্তমান চেয়ারম্যান কামরুজ্জামান মনির এছাড়াও রয়েছেন ইউনিয়ন আওয়ামীলীগের প্রবীণ নেতা ও সাবেক আওয়ামীলীগ সভাপতি আ:খালেক মৃধার সুযোগ্য কন্যা. মোসা:লিপি আক্তার ! এবং ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি মোঃ ইমাম হোসাইন মৃধা সহ বিশিষ্ট ঠিকাদার মোঃ মান্নান হাজী. বতর্মান আওয়ামীলীগ দলীয় সরকার ক্ষমতা বলে দলীয় মনোনয়ন পেতে সকল চেয়ারম্যান প্রার্থী জনগণ ও আওয়ামীলীগের বিভিন্ন ওয়ার্ড.ইউনিয়ন তৃণমূল নেতাকর্মী সহ আওয়ামীলীগের উপজেলা জেলা সহ কেন্দ্রীয় আওয়ামীলীগের সাথে কুশল ও মতবিনিময় করে ! কিন্তুু তৃণমূল পর্যায়ের জনগণের মতামতে ও বিভিন্ন আলোচনায় উঠে আসে হেভিওয়েট প্রার্থীদের তালিকা ! উঠে আসে গরম উৎসব মূখর রাজনৈতিক পরিবেশ ! চেয়ারম্যান প্রার্থী বতর্মানে হেভিওয়েট প্রার্থী হিসাবে দেখা ও শোনা যায় ! চায়ের দোকান আড্ডায়.হাট বাজারে সহ বিভিন্ন এলাকায় ঘুরে প্রবীণ.কৃষক.নতুন প্রজন্ম সহ নানান পেশার লোকজনের মুখে শোনা যায় ! ইউনিয়ন পরিষদ নির্বাচনে সবচেয়ে তুমুল ভোটা ভোটির লড়াইতে মো: নোমানুর রহমান নান্নু ও সাবেক চেয়ারম্যান এর মধ্যেই আগামীর আসন্ন নির্বাচনে জনগণ আশাবাদী ! তারপরও জনগণের হিসাব রয়ে যায়.যদিও দলের প্রতিক দেয়া হবে সেই হিসাবে কে পেতে পারে বঙ্গবন্ধুর ঐ সোনার বাংলাদেশের আওয়ামীলীগ মনোনীত প্রতিক নৌকা.তারপরও আমখোলা ইউনিয়নের আওয়ামীলীগ রাজনীতিতে অগ্রহন যোগ্য ব্যক্তিরা নৌকা প্রতিক পেয়ে থাকেন ! তাহলে হয়তো ভোটের হিসাব ও চেয়ারম্যান প্রার্থী এলোমেলো হওয়ার সম্ভাবনা হয়ে যেতে পারে ! চোখ রাখেন আমাদের সঙ্গে আগামীর নির্বাচনের খবর পেতে !