মো. মিজানুর রহমান (ডোফুরা), দিনাজপুর :
গাইবান্ধার সাহেবগঞ্জ-বাগদা ফার্মে সাঁওতাল হত্যাকান্ডের ৪র্থ বার্ষিকীতে আদিবাসী হত্যা দিবস উপলক্ষ্যে দিনাজপুরে মানববন্ধন করেছে আদিবাসী সমাজ।
৬ নভেম্বর, ২০২০ শুক্রবার বেলা ১২টায় দিনাজপুর প্রেস ক্লাবের সামনে জাতীয় আদিবাসী পরিষদ দিনাজপুর জেলা কমিটির ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদের জেলা সভাপতি শিতল মার্ডি, সহ সভাপতি শিবানী উড়াও, শওমিক ফেডারেশেনের সভাপতি রবিউল আউয়াল খোকা ও আদিবাসী ছাত্র পরিষদের জেলা সম্পাদক রানী হাসদা, আদিবাসী সমাজ উন্নয়ন সমিতি পার্বতীপুর উপজেলা শাখার সভাপতি বিমল র্মূমূ।
এছাড়াও আরো বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদ পার্বতীপুর শাখার সাংগঠনিক সম্পাদক শিবলাল টুডু ও জাতীয় আদিবাসী পরিষদ পার্বতীপুর শাখার সদস্য বিজয় উড়াও এবং ছাত্র পরিষদ হাবিপ্রবি শাখার সদস্য প্রদীপ খালকো প্রমুখ।
৪ দফা দাবী গুলোর মধ্যে রয়েছে, বাগদা ফার্মের তিন সাঁওতাল হত্যার বিচার এবং সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভুমি কমিশন গঠন, সারাদেশে আদিবাসীদের উপর নির্যাতন, নারী ধর্ষন ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী গুলোর সুষ্ঠ বাস্তবায়ন করা।