এস এম মাসুদ রানা, বিরামপুর (দিনাজপুর)প্রতিনিধি -দিনাজপুর বিরামপুরে মহিলা ও শিশু বিযয়ক অধিদপ্তরের উদ্যোগে নারীদের মাঝে শেলাই মেশিন প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে সনদ পত্র ও শেলাাই মেশিন প্রদান করা হয়েছে। উক্ত অনুষ্ঠান উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকারের সভাপতিত্বে ও শাহিদুল ইসলাম মুকুলের সঞ্চালনায় অনুষ্ঠানের কার্যক্রম আরম্ভ হয়। এ সময়ে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি মোর্শেদ আলী খান,উপ-পরিচালক মহিলা ও শিশু বিযয়ক অধিদপ্তর দিনাজপুর,মেজবাউল ইসলাম উপজেলা ভাইস চেয়ারম্যান,মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বেগম,রেবেকা সুলতানা,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা,প্রোগ্রাম অফিসার মোঃ আব্দুল কুদ্দুস,জান্নাতুস সাফা,সভাপতি কলোনী পাড়া মহিলা উন্নয়ন সমিতি ও সমিতির সদস্যাগণ ও সাংবাদিক গণ প্রমূখ।
উক্ত অনুষ্ঠানটি অর্থায়নে এগিয়ে এসেছেন মহিলা বিষয়ক অধিদপ্তর বিরামপুর উপজেলা ও বাস্তবায়নে রয়েছেন কলোনী পাড়া মহিলা উন্নয়ন সমিতি বিরামপুর।
উক্ত প্রশিক্ষণে ফ্যাশন ব্লক বাটিক প্রিন্টের ২টি গ্রেডে ৩০ জন মহিলা প্রশিক্ষণার্থীদের মধ্যে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। ২১/০১/২০২০ হইতে ২৪/০২/২০২০ ইং পর্যন্ত টানা ১মাস প্রশিক্ষণ শেষে,৪ঠা (নভেম্বর)২০২০ইং তারিখ সমাপনী অনুষ্ঠানে ৩০জন প্রশিক্ষণার্থীর মধ্যে সনদ ও শেলাই মেশিন প্রদান করা হয়েছে।