তপন মজুমদার( ফরিদগঞ্জ প্রতিনিধি): ফরিদগঞ্জের কড়ৈতলী রামকৃষ্ণ আশ্রমে শারদীয় দুর্গোৎসবের অষ্টমীতে স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে ডাঃ সুবাস সিংহ রায়ের সভাপতিত্বে এবং রাজন দে এর সঞ্চালনায় গীতা পাঠ প্রতিযোগিতা,আলোচনা সভা,পুরস্কার বিতরন ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি বাবু হিতেশ শর্মা,সভাপতি,পূজা উদযাপন পরিষদ,ফরিদগঞ্জ উপজেলা শাখা। বিশেষ অতিথি বাবু তপন মজুমদার,সাধারন সম্পাদক,বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ,ফরিদগঞ্জ উপজেলা শাখা।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ছিলেন বাবু হরিপদ দাস,অধ্যক্ষ,গল্লাক আদর্শ ডিগ্রী কলেজ ও আহ্বায়ক, শিক্ষক ঐক্য পরিষদ,ফরিদগঞ্জ উপজেলা শাখা এবং বাবু সমরেন্দ্র মিত্র,প্রধান শিক্ষক,কড়ৈতলী উচ্চ বিদ্যালয় ও সহ-সভাপতি,পূজা উদযাপন পরিষদ,ফরিদগঞ্জ উপজেলা শাখা। গীতা পাঠ প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন বাবু শ্যামল চন্দ্র দাস,সাধারন সম্পাদক,শারদাঞ্জলীফোরাম চাঁদপুর জেলা শাখা এবং বাবু নিপেন্দ্র চন্দ্র দাস,সাধারন সম্পাদক,শারদাঞ্জলী ফোরাম ফরিদগঞ্জ উপজেলা শাখা। উপস্থিত ছিলেন বাবু পরেশ দাস,সহ সভাপতি, শারদাঞ্জলী ফোরাম,ফরিদগঞ্জ,বাবু সুবাস রায়,বাবু লিটন দাস প্রমুখ। প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন গীতা স্কুল থেকে প্রতিযোগীরা ক বিভাগ, খ বিভাগ এবং গ বিভাগে অংশ গ্রহন করে। প্রতিযোগিতায় প্রথম,দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের ক্রেষ্ট ও গীতা এবং অংশ গ্রহনকারী সকলকে গীতা পুরস্কৃত করা হয়। সভায় আলোচক গণ বৈশ্বিক করোনাকালীন সময়ে ও গীতাপাঠ ও সংবর্ধনা অনুষ্ঠানের মত একটি সুন্দর অনুষ্ঠানের জন্য আয়োজক কমিটি,বিশেষ করে অনুষ্ঠানের সঞ্চালক রাজন দে কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।