নিজস্ব প্রতিনিধিঃ ফেনী জেলা সেচ্ছাসেবী সংগঠন “আমরা যুবরা চাই পরিবর্তন” এর উদ্যোগে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ফেনী’র সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়ন, আউরারখিল গ্রামের দাসপাড়া কালী মন্দিরের প্রাঙ্গনে বৃহস্পতিবার (২২ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে ৩৫ টি হতদরিদ্র পরিবার’র মাঝে নতুন বস্ত্র বিতরণ করা হয় এবং একই দিনে সংগঠনের সদস্যদের মাধ্যমে জেলার বিভিন্ন স্থানে সর্বমোট ১০০ পরিবার’র মাঝে বস্ত্র বিতরণ করে সংগঠনটি। এ সময় উপস্থিত মানুষের মাঝে মাক্স বিতরণ করা হয়। সংগঠন’র সভাপতি হৃদয় রায় চৌধুরী’র সভাপতিত্বে ও সদস্য শচীন মজুমদার’র সঞ্চালনায় উক্ত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মন্ডলীর সদস্য ক্ষুদিরাম রায় চৌধুরী, সোনাগাজী পূজা উদযাপন পরিষদের শ্যামল চন্দ্র দাস।
সংগঠনের সভাপতি হৃদয় রায় চৌধুরী বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। “আমরা যুবরা চাই পরিবর্তন” এই সংগঠনের পরিবারটি ঠিক তেমনি অসাম্প্রদায়িক চেতনা থেকে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে ব্যতিক্রমধর্মী এই ইভেন্ট হাতে নিয়ে কিছু হতদরিদ্র মানুষের মুখে হাসি ফুটাতে চেষ্টা করেছি।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংগঠনে সহ-সভাপতি কাজী মেহেদী হাসান, সদস্য আকাশ, রাকিব, অপু, খোকন, শ্রীকান্ত, জয়, নাহিয়ান, বাবু, প্রীতম, নেজাম, সাওন, ইমন, রাতুল, আকাশ, আবির, রাজু, শাহাজাহান, হৃদয়, আদর, খন্দকার, শুভ, শ্রীমন, রুপক, ঈশান, অমরিত, দীপ্ত, প্রান্ত, মাহমুদ, বাদন, হাবিব, সাইফুল সহ প্রমুখ।