সোনাগাজী (ফেনী) প্রতিনিধি :
ছোট্ট কাঁচা ঘর, সামনে সামান্য উঠান। ঘর ভিটা আর পেছনের পুকুরের একটা অংশ ছাড়া আর কোন জায়গা নেই বিবি হাজেরার। দরজার সামনের জায়গাটি ওই বাড়ীর মোহাম্মদ মিয়া । পাশের জায়গাটি প্রতিবেশীর।
দুই পরিবারের বিরোধের জেরে পড়ে অবরুদ্ধ হয়ে পড়েন হাজেরা। ঘর থেকে বের হওয়ার আর কোন পথ নেই। তাই নিরুপায় হাজেরা ঘরের পেছনের পুকুরে বাশের সাঁকো তৈরি করেন।
স্থানীয় গনমাধ্যমে চলাচলের পথ বন্ধ ও সাঁকোটি নিয়ে সংবাদ প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠে। খবর পেয়ে বুধবার সকালে ঘটনাস্থলে যান আমিরাবাদ ইউপি চেয়ারম্যান ও ফেনী জেলা আওয়ামীলীগ নেতা জহিরুল আলম জহির। উভয় পক্ষের কথা শুনে বন্ধ হওয়া চলাচলের পথ খুলে দেন এবং বাঁশের সাঁকো অপসারনের নির্দেশ দেন।
এইসময় সোনাগাজী প্রেসক্লাব সভাপতি সাংবাদিক গাজী মোহাম্মদ হানিফ, সাংবাদিক বাহার উল্লাহ বাহার, আমিরাবাদ ইউপি সচিব আবদুল হালিম, ইউপি সদস্য আবদুল বারিক আরু মিয়া, গোলাম কিবরিয়া শামীম, নিজাম উদ্দিন শাহীন, ছাত্রলীগ নেতা বাবু সহ স্থানীয় সমাজপতি নুরুজ্জামান সহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।