সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ ফেনীর ছাগলনাইয়া উপজেলা ভিক্ষুকের পুনর্বাসন ও কর্মসংস্থান শীর্ষক কর্মসূচির আওতায় ১০ জন ভিক্ষুকের মাঝে হাঁস মুরগী ও হাঁস মুরগী পালনের ঘর (টং), রিক্সা ও গবাদি পশু বিতরণ করা হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) দুপুরে ছাগলনাইয়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে ৫ জন ভিক্ষুককে ১০ টি করে হাঁস ও মুরগী ও ১ টি করে হাঁস মুরগী পালনে ঘর (টং), ৪ জন ভিক্ষুককে গবাদি পশু ও ১ ভিক্ষুককে রিক্সা তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের এর সভাপতিত্বে প্রধান অতিথি ফেনী জেলা প্রসাশক মোঃ ওয়াহিদুজ্জামান।
এসয় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিল উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী (সোহেল), মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জোলেখা আক্তার শিল্পী, সহকারী কমিশনার (ভুমি) হোময়ারা ইসলাম। এতে আরো উপস্থিত ছিল উপজেলা জাসদ’র সভাপতি আবদুল হাই মেম্বার, উপজেলা পরিষদের বিভিন্ন দাপ্তরিক প্রধানগন, সাংবাদিক সহ আরো অনেকে।