সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ
মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা পরিষদের সভাকক্ষে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের সহযোগীতায় এই বিজ্ঞান অলিম্পিয়াড আয়োজন করেন ছাগলনাইয়া উপজেলা প্রশাসন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আল মমিন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের।
উপজেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে ক গ্রুপ ও খ গ্রুপ স্তরে এই ৫ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডে শিক্ষার্থীরা অংশ নেন। মাধ্যমিক (ক গ্রুপ) থেকে ৫ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড এ প্রতিযোগিতা অংশ গ্রহন করে হাবিব উল্যাহ্ খান উচ্চ বিদ্যালয় এর ১০ম শ্রেণীর ছাত্রী রাহাত জাহান ছাম্মি ১ম স্থান, ছাগলনাইয়া একাডেমী ১০ম শ্রেনীর ছাত্রী জান্নাতুল আরেফিন ২য়, ছাঃপাঃ বালিকা বিদ্যালয়ের ১০ শ্রেণী ছাত্রী নাজিফা তাবাসসুম ৩য়, চাঁদগাজী স্কুল এন্ড কলেজ’র ১০ম শ্রেনীর ছাত্রী আরিফা সুলতানা ৪র্থ ও হাঃ উঃ খাঃ উঃ বিদ্যালয়ের ১০ম শ্রেনীর ছাত্রী সাহারা হক ঋতু ৫ম স্থান অর্জন করে। উচ্চ মাধ্যমিক (খ গ্রুপ) থেকে মৌলভী সামছুল করিম কলেজ এর দ্বাদশ শ্রেনীর ছাত্রী সানজিদা সুলতানা ১ম স্থান, মৌঃ সাঃ কঃ কলেজ দ্বাদশ শ্রেনীর ছাত্রী মোশারেফা জান্নাত ২য়, মৌঃ সাঃ কঃ কলেজ দ্বাদশ শ্রেণীর ছাত্রী সানজিদা নাসরিন ৩য়, আলহাজ্ব আবদুল হক চৌধুরী কলেজ দ্বাদশ শ্রেনীর ছাত্রী আয়েশা আক্তার ৪র্থ ও মৌঃ সাঃ কঃ কলেজ এর দ্বাদশ শ্রেনীর ছাত্রী সাবরিনা সুলতানা ৫ম স্থান অর্জন করে।
৫ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে’র প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেন। এসময় উপস্থিত ছিল শিক্ষক, শিক্ষার্থী, অভিবাবক, সাংবাদিক সহ প্রমুখ।