সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ ছাগলনাইয়া পৌরসভার আওয়াতাধীন এক সংখ্যালঘুর সম্প্রদায়ের বসতবাড়ি জায়গা গোপনে খতিয়ান করে বিক্রির অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে ৫ নং ওয়ার্ড পশ্চিম ছাগলনাইয়া শীল পাড়ার মৃত ব্রজেন্দ্র কুমার শীল বাড়িতে। বাদী প্রিয়লাল শীল লিখিত অভিযোগে জানান, বিবাদী আলো রানী শীল, শিল্পী রানী শীল, সুমন চন্দ্র শীল, লিটন চন্দ্র শীল, রিগান চন্দ্র শীল গ্রাম চান্দোলা, কুঠির হাট, ফেনী সংঘবদ্ধ চক্রটি আমার পৈত্রিক সম্পত্তির পশ্চিম ছাগলনাইয়া মোজা, বসতবাড়ির মূল খতিয়ান নং- ৪৩৬৪। গোপনে খতিয়ান করে (খতিয়ান নং- ২১৮৬ মাঠজরিপ) বায়নাপত্র করেন ভুমি সিন্ডিকেটের মুল হোতা বাঁশপাড়া ওয়ার্ডের নুরুল আলম বাচ্চু (ড্রাইভার), পশ্চিম ছাগলনাইয়া সরকার বাড়ির আবদুল মালেক সরকার এর কাছে। বাদী লিখিত অভিযোগে আরো জানান, বিবাদী আলো রানী শীল এলাকার ভুমিদরস্যুদের সাথে হাতে হাত মিলিয়ে আমাদেরকে মেরে ফেলা সহ বাড়িঘর উচ্ছেদ সহ প্রতিনিয়ত হুমকি ধামকি দিয়ে যাচ্ছে। বাদী আরো বলেন, আমাদের শীল পাড়ায় শুধু হিন্দুরা বসবাস করে আসছে, উক্ত জায়গা থেকে মাত্র পাঁচ ফুট উপজেলা কেন্দ্রীয় মন্দির। প্রতিদিন প্রতিনিয়ত কেন্দ্রীয় মন্দিরে মা-বোনেরা পূজো দিয়ে থাকে সেক্ষেত্রে একটা মুসলিম পরিবার যদি সেখানে বসবাস করার সুযোগ পায় তাহলে যেকোন সময় অপ্রীতিকর ঘটনা ঘটে যাবে, তদুপুরি কেন্দ্রীয় মন্দিরটি হবে হুমকির সম্মুখীন। বাদী লিখিত অভিযোগে আরো বলেন, দখলবাজ নুরুল আলম বাচ্চু ও আবদুল মালেক সরকার দখল করে গাছপালা সহ যাহাই আছে সব কেটে পেলে, বাঁধা দিলে গালিগালাজ, মারধর সহ বাড়িঘর থেকে উচ্ছেদের প্রতিনিয়ত হুমকি দিয়ে আসছে। এবং দখলবাজরা লোকজন নিয়ে সার্বক্ষনিক ঘুরাপিরা করছে। তাই আমরা নিরুপায় হয়ে ছাগলনাইয়া উপজেলা প্রসাশন, পৌর প্রসাশন ও থানা প্রসাশন এর নিকট জানমালের নিরাপত্তা চেয়ে অভিযোগ পত্র দাখিল করি। বাদী প্রিয়লাল শীল সকল সংশ্লিষ্ট প্রসাশন’র প্রতি সুদৃষ্টি কামনা করেন।
এবিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের দৈনিক বাংলার অধিকার কে বলেন, অভিযোগের বিষয়টি জেনেছি, সাথে সাথে থানা ইনচার্জ অফিসার মোঃ মেজবাহ্ উদ্দিন আহমেদ কে অবহিত করা হয়েছে. বিষয়টি সুরাহা করার জন্য কাজ করে যাবেন বলে নিশ্চয়তার আশ্বাস দেন।
পৌর মেয়র এম. মোস্তফা বলেন, একটা হিন্দু সমাজে বসবাসরত জায়গা কোন মুসলিম সম্প্রদায়ের লোক যেতে পারেনা, তদুপুরি উপজেলা কেন্দ্রীয় মন্দির। হিন্দু সমাজে বিশৃংখলা সৃষ্টির করার লক্ষে ভুমিদরস্যুরা সংখ্যালঘুদের ভয়ভীতি দেখিয়ে বায়না নামক কাগজ করে নিয়েছে। আমি এর তীব্র প্রতিবাদ ও ঘৃনা প্রকাশ করছি। পৌর মেয়র এম, মোস্তফা দৈনিক বাংলার অধিকার কে জানান, আমার পৌরসভায় কোন সংখ্যালঘুর উপর নির্যাতন সহ্য করা হবেনা এবং পৌরসভার পক্ষ থেকে সংখ্যালঘু পরিবারের উপর সর্বোচ্ছ নিরাপত্তা দেয়া হবে।
ছাগলনাইয়া থানা ইনচার্জ অফিসার মোঃ মেজবাহ্ উদ্দিন আহমেদ বলেন, অভিযোগ পত্র পেয়েছি, শীলপাড়া শুধু হিন্দুদের বসবাস. সেখানে কোন ভুমিদরস্যু হিন্দুদের ভয়ভীতি দেখিয়ে বসতবাড়ি মিথ্যা বায়না করে নিতে পারেনা। অভিযোগের ভিত্তিতে এবিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।