ভোলা জেলা প্রতিনিধি ঃ
ভোলার চরফ্যাশন উপজেলা শশিভূষণ থানা আওতাধীন ১১ নং রসুলপুর ইউনিয়নের ৫০ বছরের ভোগ দখল করা জমি নিয়ে এক পক্ষের হামলায় নারী-পুরুষসহ চরজন আহত হয়েছে। গতকাল শুক্রবার বিকাল সাড়ে ৫ টার সময় রসুলপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বেপারী বাড়ির গ্রামে এ ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জমি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটেছে বলে পুলিশ জানায়।
হামলায় আহত ব্যক্তিরা হলেন ১১নং রসুলপুর ইউনিয়ন ৭ নং ওয়ার্ড এর অলি মিয়া বাড়ির মোঃ সোহেল(৩২), তাহেরা (৫০). রুনা (৩৫). নুন নাহার (৩৪).এর মধ্যে তাহেরা ভোলা সদর হাসপাতালে, বাকিরা চরফ্যাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও স্থানীয় লোকজনের ভাষ্য, একই বাড়ির ফোরকান (৪০) ও ভুমি দস্যু ফারুকের (৫০) সঙ্গে একই বাড়ির সোহেল(৩০) দের সাথে জায়গাজমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ নিয়ে মামলাও হয়েছে অনেক আগে। গতকাল বিরোধপূর্ণ ওই জায়গার দখল করাকে কেন্দ্র করে দুই পক্ষে প্রথমে কথা–কাটাকাটি হয়। পরে হামলা ও সংঘর্ষে জড়িয়ে পড়ে দুটি পক্ষ। এ সময় সোহেলদের উপর ব্যাপক হামলা চালানো হয়। খবর পেয়ে বিকাল সাড়ে ৫ টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।পরে যারা আহত হন তাদেরকে উপজেলা হাসপাতালে পাঠানো হয়। তাদের মধ্যে আহত সোহেল শশিভূষণ থানায় একটি অভিযোগ দায়ের করেন,সোহেল বলেন দোকানের কাছ দিয়ে রুনার সঙ্গে তাহেরা তাদের বাপের বাড়ি যাইতেছিল এ সময় ফোরকানের নেতৃত্বে ৯-১০ জন বহিরাগত সন্ত্রাসী এসে এলোপাতাড়ি হামলা চালায় এতে গুরুতরভাবে আহত করে আহতরা চিৎকার করলে। বাড়ির লোক চিৎকার শুনে এগিয়ে গেলে তাঁদের ওপরও হামলা চালানো হয়। এতে হামলার স্বীকারে আমাদের চারজন আহত হন।
বিবাদীকে হামলার কথা জিজ্ঞেস করলে অস্বীকার করেছেন ফারুক মিয়া। তিনি দাবি করেন, জায়গা দখল করাকে কেন্দ্র করে সোহেল আগে থেকেই বহিরাগত সন্ত্রাসীদের এনে জড়ো করে রাখেন। আমরা বাসা থেকে বের হয়ে এলে সোহেলের নেতৃত্বে সন্ত্রাসীরা আমাদের লোকের ওপর হামলা চালায়। চিৎকার শুনে আমরা বাসা থেকে এগিয়ে এসে নিজেরাও হামলার শিকার হই, এই অভিযোগ করেন ফারুক মিয়া। উল্লেখ্য ফারুক মিয়া এলাকায় বিভিন্ন মানুষের দীর্ঘদিনের ভোগ দখলীয় জমি নামে বেনামে ভুয়া কাগজপত্র সৃজন করে এনে এলাকার নিরীহ মানুষ কে হয়রানী করে।
এ বিষয়ে শশিভূষণ থানার অফিসার ইনচার্জ জনাব রফিকুল ইসলাম দৈনিক আলোকিত সকালকে বলেন, পরিস্থিতি বর্তমানে শান্ত। এ ঘটনায় আমাদের কাছে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্তা গ্রহন করবো ।