ফরহাদ হোসেন (জনি)(মুন্সিগঞ্জ)প্রতিনিধিঃ-
বৈশ্বিক মহামারী করোনার ভাইরাসের কারনে অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক পরিবার। মরার উপর খড়ার ঘা হিসেবে দেখা দিয়েছ বন্যা। বন্যার কারণে মুন্সীগঞ্জের সর্বত্রই বিভিন্ন রাস্তাঘাট তলিয়ে গেছে।রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় অনেক পরিবারে হয়ে পড়েছে পানিবন্দি।
এমনই পানিবন্দি অসহায় ৭টি পরিবারকে নৌকা কিনে দিলেন ইছাপুরা ইউনিয়ন যুবলীগ সভাপতি সুখন চৌধুরী।
উপজেলার ইছাপুরা ইউনিয়ন পরিষদের সামনে থেকে নৌকা কিনে ভ্যানে তুলে দিলেন এই যুবলীগ নেতা।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইছাপুরা ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ-সভাপতি মিশর তালুকদার, শিয়ালদি একতা তরুণ সংঘের সভাপতি ইঞ্জিনিয়ার হাবিব, ব্যবসায়ী মিলন হালদার,ইছাপুরা ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজ চাকলাদার ও হাবিব হাসান।
নৌকা তুলে দেওয়ার সময় যুবলীগ সভাপতি সুখন চৌধুরী বলেন আমার নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মীকে নির্দেশ দিয়েছেন বন্যার্তদের পাশে দাঁড়াতে।
সেই নির্দেশ মতো আমি বন্যার্তদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।