আমি জীবিত হয়ে মরে আছি
এস ডি স্বপন
আমি কি আজ জীবিত,
নিসর্গ স্থপতির নকশায় তৈরিতে একজন মানুষ
আমি আজ বেছে আছি
এক নিঃশব্দে কাঁদতে কাঁদতে নিরবে।
বেদনা আজ আমার পিছুটান দিয়েছে,
আজও আমার জানানেই
কোথায় আমার ঠিকানা।
এই পৃথিবীতে যদি কেউ আমার নিরন্তর বুঝতে
তাহলে আমি বেছে যেতাম।
যদি তোমরা বুঝতে,
তাহলে তোমরা ও বেছে যেতে।
আজ বুঝতে পারছি
আমাদের তুমি চিনবে না,
চিনবেই বা কীভাবে
আমি কি করেছি তোমার জন্য,
আমি যখনই বিপদের মুখে পড়েছি,
তুমি আমাকে রক্ষা করেছ।
তার বিনিময়ে আমি কি দিয়েছি
না গিয়েছিলাম মন্দিরে,
না গিয়েছিলাম মসজিদে।
আজ বুজতে পেরেছি
তুমি কেন আমাদের সাথে এতো রাগ করেছ।
আজ আমাদের চিনতে পারছনা।
কাল যদি মন্দিরে বা মসজিদে যাই
ক্ষমা করবে তো
করবেনা না জানি।
বাঁচার জন্য আকুতি
চিৎকার করছি তোমার কাছে।
বাঁচার পর তোমাকে ভূলে যাব।
প্রমান তার আজ করোনা থেকে শিক্ষা
মা, বাবা, ভাই বোন,
কেউ কাউকে আজ চিনতে পারছি না।
কারো মৃত্যুর সময়
জানাজায় উপস্থিত থাকতে পারছিনা।
আমরা শেষ সময়ে এসে পৌঁছেছি,
এতো অন্যায় অত্যাচার
মিথ্যা কথা বলেছি,
জানি আমাদের ক্ষমা নেই
আছে মৃত্যু অনিবার্য।
ক্ষমা কর ঈশ্বর ক্ষমা কর,
পৃথিবীর সকল মানুষকে।
লেখক
এস ডি স্বপন