বাসুদেব দাশ,সাতক্ষীরা প্রতিনিধি:- সাতক্ষীরা জেলার, আশাশুনি উপজেলার, প্রতাপনগর ইউনিয়নের, নদীদ্বারা দ্বিখন্ডিত শ্রীউলা ইউনিয়নের, অংশে হিজলিয়া সুপার সাইক্লোন আম্পানে ভাঙ্গন কবলিত ভেড়ী বাঁধের নির্মান কাজ ২য় দিনের মত করা হচ্ছে। বৃহস্পতিবার বাঁধ রক্ষার জন্য রিং বাঁধের কাজ এগিয়ে নেওয়া হয়। শ্রীউলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, জনাব আবু হেনা সাকিলের আহবানে সাড়া দিয়ে শ্রীউলা ইউনিয়ন থেকে কয়েক হাজার মানুষ প্রতাপনগর ইউনিয়নের হিজলিয়া ওয়াপদা (ভাঙ্গা) ভেড়ি বাঁধের কাজে অংশ গ্রহণ করে এবং বিকল্প রিং বাঁধের কাজে অংশ নেয়। বৃহস্পতিবার পর্যন্ত রিং বাঁধের কাজ ৯০ভাগ সম্পন্ন হয়েছে বলে জানাগেছে। শ্রীউলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব, সাকিলের নেতৃত্বে হাজার হাজার জনগণ সেচ্ছাশ্রমে বাঁধ নির্মানের কাজ চলমান রেখেছে। উল্লেখ্য, সুপার সাইক্লোন ঘুর্ণিঝড় আম্পানের আঘাতে ভেড়ি বাঁধ ভেঙ্গে এলাকা প্লাবিত হয়ে যায়। সুপার সাইক্লোন আম্পানে, শ্রীউলা ইউনিয়নের ৫টি ও প্রতাপনগরের কোলা, ভেড়ি বাঁধ ভেঙ্গে শ্রীউলা ইউনিয়ন ও প্রতাপনগর ইউনিয়ন প্লাবিত হয়ে যায় বলে জানা গেছে।