ঢাকাবুধবার , ২৭ মে ২০২০
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় ঘূর্ণিঝড়ের আঘাতে লন্ডভন্ড ঘরবাড়ি- দৈনিকবাংলার অধিকার

প্রতিবেদক
majedur
মে ২৭, ২০২০ ১০:৩৮ পূর্বাহ্ণ
Link Copied!

মো: মাসুদ রানা,কচুয়া প্রতিনিধি:
চাঁদপুরের কচুয়ায় ঘূর্ণিঝড়ের আঘাতে লন্ডভন্ড হয়ে গেছে ঘরবাড়ি ও উপড়ে পড়েছে গাছপালা। বুধবার সকালে ঘূর্ণিঝড়ের তান্ডবে উপজেলার বাচাইয়া,দোয়াটি ও দহুলিয়া গ্রামে বেশ কিছু বসতঘর ও পোল্ট্রি ফার্ম ক্ষতিগ্রস্থ হয়েছে। পাশাপাশি অনেক বানিজ্যিক প্রতিষ্ঠানের স্থাপনাও ভেঙে গেছে ঘূর্ণিঝড়ের তান্ডবে। তবে ঝড়ে এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এখন খোলা আকাশের নিচে রয়েছেন অনেক পরিবার।
এদিকে ক্ষতিগ্রস্থ বাচাইয়া গ্রামের নারায়ন বাইন বলেন, ঘূর্ণিঝড়ে তার প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়,,সুজনের প্রায় ২০ হাজার টাকা,রনজিতের পোল্ট্রি ফার্মে ৪লক্ষ টাকার ক্ষতি ও দহুলিয়া গ্রামের মহিউদ্দিন হোসেন প্রায় ৩লক্ষ টাকার ক্ষতি হয়। তারা সবাই বিভিন্ন এনজিও থেকে ঋন নিয়ে বসতঘর নির্মান করেছেন। বুধবার সকাল ৮টার সময় ঘুর্ণিঝড় এসে বসতঘরে গাছ উপড়ে পড়ে ঘরবাড়ি লন্ডভন্ড হয়ে যায়। এতে করে বসতঘরে থাকা বিভিন্ন আসবাবপত্র ও মালামালসহ অনেক ক্ষয়ক্ষতি হয়।
এদিকে ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ হওয়ায় সকলের পাশে দাড়াতে স্থানীয় সাংসদ,উপজেলা চেয়ারম্যান ও উপজেলা প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন ক্ষতিগ্রস্থ পরিবার।

Don`t copy text!